বর্তমানে আমরা যে মহামারী পরিস্থিতির মধ্যে দিয়ে আবারও যাচ্ছি সেখানে অনেকেই আমরা ঘরে বসে হাপিয়ে উঠেছি। সেখানে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে কোথায় কোথায় ঘুরতে যাবেন নতুন জায়গায় তার সমন্ধে কিছু তথ্য দিয়ে রাখলাম। প্রথমেই যে জায়গা সমন্ধে জানব তার নাম হলো
তাবাকোশি:- দার্জিলিং তো সবসময় ঘুরেছেন। কিন্তু দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত তাবাকোষি সেখানে কি কখনো গেছেন দুই ধারে চায়ের বাগান এর মধ্যে দিয়ে রাস্তা গাছে এঁকেবেঁকে অপূর্ব সুন্দর দৃশ্য দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। রংবং খোলা নদীর সামনে অনেক থাকার জায়গা আপনারা পেয়ে যাবেন। এবং বাজেট অনুযায়ী গিয়ে পছন্দ করে থাকুন। আপনারা শেয়ার গাড়ি করে তাবাকোষি এর উদ্দেশ্যে রওনা দিলে ভাড়া পড়বে মাথাপিছু 200 টাকা।আর পুরো গাড়ি বুক করলে পরে দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা মত সময় লাগবে তিন ঘন্টা। শুরুর দিকে যেতে যেতে দেখতে পাবেন কিছুটা জঙ্গল তারপর চায়ের বাগান । হোটেলে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন । পায়ে হেটে দেখো পুরো গ্রামটা। শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মন ছুয়ে যাবে তাবাকোষি কিন্তু গোপালধারা চা বাগান বলেও বেশ পরিচিত ঠিক এই চায়ের বাগান এর মাঝে আছে রংবং খোলা নামে এক নদী। এই নদীর ধারে বসে জলের বয়ে চলার শব্দ আর পাখির ডাক মন ভরে উপভোগ করুন। শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে একঘেয়ে ব্যস্ততাময় জীবন থেকে মুক্তির স্বাদ এনে দেবে। নদীর দিকে নামবার সময় দেখতে পাবেন তার সংলগ্ন এক সুন্দর পার্ক রয়েছে। এছাড়াও পাবলিক সুইমিংপুল রয়েছে । আপনারা যারা অ্যাডভেঞ্চারপ্রেমী তারা চাইলে নদীর ধারে তাবু লাগিয়েও রাত কাটাতে পারেন । এর সামনে দেখতে পাবেন নাগ মন্দির । মন্দির চত্বর থেকে পাহাড়ের view অসাধারণ। চারিদিকে অর্কিড ফুলের রাজত্ব । সবুজের বুক চিরে বয়ে চলা নদী আপনাকে পাহাড় প্রেমী করে তুলতে বাধ্য করবে।
Tabakoshi homestay:-1. Sunskhari homestay:- 8372064419/8348031197
2. Yolmo homestay :- 9593679043/8250140380
চটকপুর:- কাঞ্চনজঙ্ঘা কে কাছ থেকে দেখতে চান? কিন্তু চিরাচরিত দার্জিলিং টাইগার হিল ভিউ পয়েন্ট থেকে নয় , নিজের মতো করে নিরিবিলি নির্জনে তাহলে আপনাকে আসতে হবে চটকপুর। নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়ি বাস গাড়ি বুক করে চলে আসুন । সময় লাগবে তিন ঘন্টা। 7800ft উচ্চতায় এই চটক পড়ে কিন্তু আপনি কোন হোটেল পাবেন না ওনাদের তৈরি করা homestay আপনাকে রাত্রি যাপন করতে হবে। এই হোমস্টে রুমের মধ্যে থেকেই আপনাকে প্রত্যক্ষ করতে পারবেন ক্ষণে ক্ষণে বদলে যাওয়া কাঞ্চনজঙ্ঘা ।আপনার যে গাড়ি বুক করে আসতে হবে তার খরচ পড়বে 4 সিটের গাড়ি 25000 থেকে 30000 টাকা আর 6 সিটের গাড়ি ভাড়া পড়বে 3000 থেকে 4000 টাকা গাড়ি নিয়ে সোজা চলে যাবেন upper চটকপুর। এখানে হোমস্টেড ভাড়া 12000 থেকে 15 হাজার টাকা মত যেটা ইচ্ছা সেটা পছন্দ অনুযায়ী থাকুন জলখাবার দুপুরের খাবার রাতের খাবার ধরা হয়ে থাকে ওই টাকার মধ্যেই। শীতকালে গেলে এখানে আপনারা তুষারপাত উপভোগ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন এটি সিনচালে ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি মধ্যে পড়ায় এটি ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট একটি গ্রাম । এটি পর্যটকদের জন্য 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। এখান থেকে দার্জিলিং এর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। সকালবেলা ঘুম থেকে উঠে জঙ্গলের মাঝে এক কাপ চা হাতে সূর্যের প্রথম কিরণ যখন কাঞ্চনজঙ্ঘা এসে পড়বে আর আপনি যখন সেই দৃশ্য দেখবেন কথা দিচ্ছি আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে ।নিজের চোখে সেই দৃশ্য না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এ প্রকৃতির অপূর্ব মায়া ।তারপর পায়ে হেঁটে দেখতে পাবেন ছোট ছোট বাঁশের সাঁকো আর তার মধ্যে ভিউ পয়েন্ট। তারপর দেখতে পাবেন বিশাল বড় বড় পাইনের জঙ্গল। আর ছোট্ট একটি লেক যারা পুজো করে। এরপর আপনারা চলে যেতে পারেন লেপচাজগৎ।
1.Chatakpur homestay- Nobru Sherpa:- 9609722353
2. Eco cottage:- Binod Rai-9609740489
3.- kulung homestay- 9002138512
লেপচাজগৎ:- গাড়ি ভাড়া পড়বে 1500-1800 টাকা তবে আপনি চাইলে ট্রেক করে একটু নিচের দিকে নামলে পেয়ে যাবেন শেয়ার গাড়ি যেটা খরচ অনেক কম হয়। চটকপুর থেকে সোনাদা পর্যন্ত ট্রেক করে যান সেটাই বেশি ভালো। সরু জঙ্গলের পথের মধ্যে দিয়ে যেতে যেতে ঝর্ণা ও পাবেন। রাস্তা ভালো হবার জন্য আপনার কষ্ট হবে না 7 কিলোমিটার পথ অনায়াসেই পার করে ফেলবেন। জঙ্গলের মধ্যে ট্রেক করে যাওয়া যেমন অ্যাডভেঞ্চার এর একটা ব্যাপার তেমনই সাথে পাবেন প্রচুর পাখির ডাক। সোনাদা পৌঁছে আপনারা চাইলে ট্রয় ট্রেনে চেপে ধরে নিতে পারেন তা ছাড়াও ঘুম মনেস্ট্রি দেখে নিতে পারেন । ঘুম থেকে শেয়ার ট্যাক্সি নিন চলে আসুন লেপচাজগৎ ভাড়া পড়বে 40 টাকা লেপচাজগৎ দার্জিলিংয়ের পাহাড় ঘেরা একটি গ্রাম অফবিট লাভারদের কাছে বেশ জনপ্রিয় ব্রিটিশরা আসার পর পরিচিতি পেয়েছিল এই আদিবাসী গ্রাম ও রাস্তার দু’ধারে আপনাদের দারুন লাগবে এখানে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য যদি একবার দেখেন কখনো ভুলতে পারবেন না।
Lepchajagat homestay:-1. Kanchanjanga homestay:- 9593565309/ 7427998270
2. Salakha homestay:- 9547491418/9647744853
3.pakhrin homestay:- 9051064510
আরো নতুন নতুন ঘোরার জায়গা সমন্ধে জানতে আমার ইউটিউব চ্যানেল travel with jayee সঙ্গে থাকুন।