করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চলেছে জার্মানি

বর্তমানে করোনা যে ভাবে ভারতকে গ্রাস করে ফেলেছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। পরিস্থিতি কাটিয়ে উঠতে ভারতের পাশে বন্ধু হয়ে দাঁড়ালো জার্মানি। কিছুকাল আগে পর্যন্ত জার্মানির অবস্থা সঙ্কটজনক ছিল কিন্তু সেই পরিস্থিতি এখন তারা কাটিয়ে উঠেছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের দিকে। তারা তাদের দেশের সেনাবাহিনী কে ভারতের জন্য নামিয়ে দিলেন এবং তাদের জেনারেশন প্ল্যান্ট থেকে অক্সিজেন ভারতের জন্য নিয়ে আসছেন । এবং সেখান থেকেই রেখে দেওয়া হবে । ভারতে আসছে জার্মানির বিমান বাহিনীর মুখপাত্র । জার্মানি বিমান বাহিনীর মুখপাত্র নাম কর্নেল ওয়েবার। তিনি যে অক্সিজেন প্লান্ট ভারতে নিয়ে আসছেন তার সাথে নিয়ে আসছেন উন্নত মানের টেকনিক্যাল টিম যারা ভারতে প্রযুক্তিবিদদের অক্সিজেন প্লান্ট তৈরি করতে সাহায্য করবে এছাড়াও সঙ্গে একশ কুড়িটি ভেন্টিলেটর এবং রেসপিরেটর নিয়ে জার্মানি এয়ারফোর্স কদিন আগেই দিল্লিতে ঢুকেছে। ভারতে যে জার্মানির রাষ্ট্রদূত আছেন তিনি জানিয়েছেন কোনরকম দেরি ছাড়াই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ভারতের হাতে তুলে দেয়া হবে এবং ভারত দ্রুত আরোগ্য কামনা তারা করে তারা বলে ভারত তাদের গভীর বন্ধু তাদের এই দুর্দিনে ভারতের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য শুধু শনিবারই নয় বৃহস্পতিবার ভারতে জার্মানি থেকে অক্সিজেন কন্সেন্ট্রেটর পাঠানো হয়েছে। তারা বলে ভারতের সমস্ত রকম সাহায্যের জন্য জার্মানি প্রস্তুত রয়েছে।

Leave a comment