সিকিমে আটকে পড়া বাঙালিদের ফিরিয়ে আনার জন্যে তৎপর হল নবান্ন

সিকিমের পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহ । প্রায় ২ হাজার বাঙালি পর্যটক এই মুহূর্তে আটকে রয়েছে সিকিমে বিভিন্ন জায়গায়। এখন তাদের নিরাপদে ফিরিয়ে আনায় সব থেকে বড়ো চ্যালেন্জ প্রশাসনের কাছে । কারণ সড়ক ধসের কারণ পশ্চিমবঙ্গের সাথে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন । তাই সকল কে আপাতত সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে । এবং তাদের খাওয়া দাওয়া যাতে ঠিক মতো পায় সবাই তার জন্যে নবান্ন তরফ থেকে অনুরোধ করা হয়েছে । নবান্নের কর্তারা বলেছেন , দুর্যোগ কেটে গেলেই সরকারী ভাবে তাদের সাহায্য করা হবে এবং তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার সিকিমের মুখ্য সচিবের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন। সেই ভার্চুয়াল বৈঠকে সিকিমে আটকে থাকা এ রাজ্যের পর্যটকদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিব কে অনুরোধ করেন। মোবাইলের টাওয়ার ধসে যাওয়ায় অনেক পর্যটক সাথে যোগাযোগ করা যাচ্ছে না । ফলে কার্যত চিন্তায় পড়েছেন আত্মীয় স্বজনরা । সেই জন্যে সিকিম সরকারে মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার । পরিজন দের খবরাখবর দিতে পর্যটন দফতর থেকে বিবাদী বাগ টুরিজম থেকে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে । ফোন নম্বর হল- ১৮০০-২১২-১৬৫৫ এবং ৯০৫১৮৮৮১৭১ , সরকারী সাহায্য় ছাড়াও অনেক হোটেল মালিক ও সাহায্য় হাত বাড়িয়ে দিয়েছে ।

Leave a comment