অনেকেই ভাবেন ঐ শহর ছেড়ে যদি বিদেশ গিয়ে বাড়ি বানাতে পারতাম , নতুন কোন দেশ এ যদি নতুন করে থাকতে পারতাম , তবে ইচ্ছা থাকলেই হয় না কারণ টাকা পয়সা খরচা একটা বিরাট বড় ব্যাপার। কিন্তু ধরুন আপনি নতুন কোন দেশ এ গিয়ে জীবন শুরু করছেন আর আপনাকে কোন খরচাই করতে হল না , আপনার সব খরচ সরকার দিল ? শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যই।
আসলে এমন অবিশ্বাস্য অফার দিচ্ছে আয়ারল্যান্ড সরকার । সে দেশে বসবাস করার জন্যে প্রায় ৭১ লক্ষ বেশি টাকা দেওয়া হবে বলে জানিয়েছে সে দেশের সরকার । আয়ারল্যান্ড একটি প্রোগ্রাম চালু করেছে যার অধীনে দেশের মূল স্থলভাগ থেকে বিচ্ছিন্ন কমিউনিটি বসবাসে উৎসাহ প্রদান করা হচ্ছে । ফলে ঐ স্থান গুলিতে আসার জন্যে অর্থনৈতিক সহয়তা প্রদান করা হবে । আয়ারল্যান্ড দ্বীপগুলিতে জনসংখ্যা বাড়ানো জন্যে ঐ সিদ্ধান্ত । ইউরো নিউজ এক রিপোর্ট এর উল্লেখ করা হয়েছে ।
আয়ারল্যান্ড সরকারে ওয়েবসাইট জানিয়েছে ঐ নীতির লক্ষ হল দীর্ঘ মেয়াদী আগামী বেশ কিছু বছর ধরে ঐ দ্বীপ গুলিতে জনবসতি গড়ে তোলা । এই স্কীম অধীনে আগামী ১ জুলাই থেকে আবেদন করা যাবে ।