এশিয়া কাপে দুর্দান্ত জয় ভারতের ,৫০ রানেই ধরাশায়ী শ্রীলঙ্কা

ক্রিকেট ইতিহাসে স্থান করে নিল সিরিজের দুর্দান্ত বোলিং । শ্রীলঙ্কার ব্যাটসম্যান রা ভারতীয় বোলিং সামনে দাড়াতেই পারলনা এশিয়া কাপ ফাইনালে । বিশেষ করে মহম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্স ম্যাচের চতুর্থ ওভারেই ধরাশায়ী করে দেয় শ্রীলঙ্কাকে। এই নিয়ে মোট ৮ বার ভারতীয় দল এশিয়া সেরা হল । ১০০ ওভারের খেলা শেষ হয়ে গেল ২২ ওভারেই । এই বার ওপেনার হিসাবে নেমে ছিলেন দুই তরুণ ওপেনার শুভমন গিল ও ঈশান কিষান । সিরাজের মতো নামী পেসারে এক ওভারে ৪ উইকেট নেওয়া । শ্রীলঙ্কার মাত্র দুটি ব্যাটসম্যান ২ অংকের রানে যেতে পেরেছেন । দলের বাকি ৫ ব্যাটসম্যান শূন্য রানে মাঠ থেকে বিদায় নিয়েছেন । এমন জয় বিশ্ব ক্রিকেট এসেছে কিনা তা নিয়ে রীতিমতো শোরগোল পরে গেছে । শুধু ভারতীয় ক্রিকেট কেন, বিশ্ব ক্রিকেটের কাছেও এটি এক বিস্ময়। যেখানে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ বৃষ্টিতে হবে কিনা সন্দেহ ছিল,সেই ম্যাচ ভারত মাত্র ২৫ মিনিট ব্যাটিং করে জিতে যাবে, কেই বা ভাবতে পেরেছিল। এক ওভারে চার উইকেট সিরাজের। তার মধ্যে ১৬ বলের মধ্যে ৫ উইকেট অর্জন। আশ্চর্যের বিষয় ছিল কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের এই পিচ ছিল ঘূর্ণি। সেই বাইশগজে ভারতের তিন পেস বোলার ছড়িয়ে ঘুরিয়ে গিয়েছেন। সিরাজের ২১ রানে ছয় উইকেট তো ইতিহাসে স্থান করে নিয়েছে। পাশাপাশি হার্দিক পান্ডিয়ার তিন রানে তিন উইকেট ও বুমরার এক উইকেটও সমানভাবে আলোচনায় আসবে।

Leave a comment