আলিপুর চিড়িয়াখানাকে আরও আকর্ষনীয় করতে খুব শীঘ্রই দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে পেঙ্গুইন এবং সিংহ নিয়ে আসা হচ্ছে বলে জানান চিড়িয়াখানা অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত । ২০১৯ সালে কলকাতার চিড়িয়াখানাকে আকর্ষনীয় করে তুলতে আনা হয়েছিল হলুদ অ্যানাকোন্ডা। প্রথমদিকের কয়েকটি অ্যানাকোন্ডা মারা গেলেও এখনও নতুন এনক্লোজারে ১৬ টি সাপ দর্শকদের মনোরঞ্জন করছে। ২০২১ সালে কথা ছিল শ্রীলঙ্কা থেকে আনা হবে সবুজ অ্যানাকোন্ডাও। কিন্তু শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় সেই সময় তা সম্ভব হয়নি কিন্তু তবে খুব শীঘ্রই তা আসতে চলেছে। যদিও এখন দেখার বড়োদিন এবং নতুন বছর ছুটির আগে তা আনা হবে কিনা জানা নেই । যদি তা সম্ভব হয় তাহলে আগত পর্যটকদের উচ্ছাস আরো বেড়ে যাবে ।