আবারও নিয়োগ হবে WBPSC অজস্র শূন্যপদে মোট টাকা বেতনে, কি ভাবে অ্যাপ্লাই করবেন ?

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো । গত ২৫শে জুলাই থেকে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া । যা আগামী ১৭ই আগস্ট পর্যন্ত চলবে । পশ্চিমবঙ্গ তথা ভারতীয় সমস্ত নাগরিকরা অ্যাপ্লাই করতে পারবেন। চলউন জেনে নেওয়া যাক কী কী যোগ্যত লাগবে এই পদের জন্য।

পদের নাম : ASSISTANT DIRECTOR OF AGRICULTURE, দপ্তর : কৃষি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার

বেতন : রোপা ২০০৯ অনুযায়ী পে লেবেল ১৬ ( Rs. ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০)। সব পে ও এলাউন্স মিলিয়ে প্রথম মাসে গ্রস বেতন হবে ৬৬,৬৯৮ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : দেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে চার বছরের ডিগ্রী কোর্স সহ কৃষি বিভাগীয় বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক এবং পাশাপশি পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

আবেদন ফি : সূত্রের খবর, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য লাগবে ২১০ টাকা। তবে এস সি/এস টি / PwBD ক্যাটাগরির অন্তর্গত মানুষদের কোন টাকা লাগবেনা।

বয়স সীমা : জানা যাচ্ছে, আবেদনকারীদের বয়স ১ জানুয়ারির মধ্যে হতে হবে ৩৬ বছরের নিচে।

উপরিউক্ত শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে এখুনি অ্যাপ্লাই করে দিন । ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে । ১৭ ই আগস্ট বিকাল ৩ টে পর্যন্ত আবেদন করতে পারবেন । তবে ফর্ম এডিট করতে পারবেন ২৫ থেকে ৩১শে আগস্টের মধ্যে।

Leave a comment