আন্তর্জাতিক টি ২০ বিশ্বকাপ থেকে অবসর নিতে চলেছেন কি রোহিত ?

তাহলে কি টি-টোয়েন্টিতে আর দেখা যাবে রোহিত শর্মাকে? এখন এই প্রশ্ন গোটা ভারতীয় ক্রিকেট মহলে ঘুরপাক খেলেও উত্তর অজানা। কারণ এখনও রোহিত শর্মাই এই নিয়ে কোনও মন্তব্য করেননি যে তিনি আদৌ টি-টোয়েন্টি খেলবেন কিনা। গত দুই দিন ধরে ভারতীয় ক্রিকেট তোলপার হয়েছে রোহিতের টি-টোয়েন্টি থেকে অবসরের জল্পনায়। কারণ নাম প্রকাশে অনিচ্ছুর বোর্ডের এক কর্তা দাবি করেন, রোহিত টি-টোয়েন্টিতে আর খেলতে চাইছেন না। তিনি তাই অবসর নিতে চাইছেন । যদিও রোহিত শর্মা ঐ নিয়ে কোন মন্তব্য করতে চান নি । আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। ফলে হাতে মাত্র ৬ মাস রয়েছে এবং সেই সঙ্গে রোহিতের টি-টোয়েন্টিতে টপ অর্ডারের একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছে। এই মুহূর্তে যশস্বী, শুভমন, ইশান এবং রুতুরাজের মতো ক্রিকেটাররা রয়েছে। যারা বেশ ফর্মে রয়েছে। সেক্ষেত্রে তিনি যদি ফেরেন এই ফর্মে থাকা ক্রিকেটারদের মধ্যে কাউকে বসতে হবে। তিনি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একটি ম্যাচও খেলেননি রোহিত। সেই সঙ্গে তাঁর বয়সটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তবে রোহিত গত জানুয়ারি মাসে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি এখনও সিদ্ধান্ত আসতে পারেনি, এই ফরম্যাট থেকে এখনই অবসর নেব কিনা। এর আগেও আমি বলেছি এটা ৫০ ওভারের বিশ্বকাপের বছর। আর সবার জন্য সব ফরম্যাটে খেলা সম্ভব নয়। আর আমিও সেই বিভাগে পরি । রোহিত শর্মা বর্তমান বয়েস এখন ৩৬ বছর । ২০২৭ তিনি যখন ৪০ বছর বয়েস হবেন তখন ২০২৭ বিশ্ব কাপ তিনি খেলবেন না ।

আগামী বছর টি টোয়েন্টি বিশ্ব কাপ কিন্তু ভারত এখনও ঠিক করে উঠতে পারে নি অধিনায়ক কাকে করবে । কারণ ২০২১ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ৯ জন ক্রিকেটার অধিনায়কত্ব করেছেন। তবে টি-টোয়েন্টির দায়িত্ব যে হার্দিক পান্ডিয়ার কাঁধেই উঠতে চলেছে,তা বলার অপেক্ষা রাখে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর চোট লাগায় মাঠের বাইরে রয়েছেন তিনি। তার জন্যেই সূর্য অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন। তবে হার্দিকও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

আবার তারই মধ্যেই বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। তিনি ভারতীয় দলের কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন কিনা তা নিয়ে ইতি মধ্যেই জল্পনা দেখা দিয়েছে। কারণ সূত্র মারফত জানা গিয়েছে, তিনি চুক্তি বৃদ্ধি করতে চাইছেন না। এবং পরিবারকে বেশি সময় দিতে চাইছেন। সেই জন্য এনসিএতে ফিরে যেতে চান।তার ফলে ভিভিএসকে ভারতীয় দলের কোচ করা হতে পারে । তবে অনেকেই চাইছেন টি-টোয়েন্টি পর্যন্ত কোচ থাকুক মিস্টার ডিপেন্ডেবল। এই নিয়ে গত সপ্তাহে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে এই বিষয়ে চিন্তা ভাবনা আমি করতে চাই না। যখন সময় পাব, তখন করব।’

Leave a comment