কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গ গরমের জেরে হাসফস অবস্থা । তাপমাত্রা ৪০ ডিগ্রী পর করে গেছে। গরমের জেরে বেহাল দশা । ঐ রকম পরিস্থিতিতে দাড়িয়ে কলকাতা হাই কোর্ট রায় দিয়েছে আইনজীবীদের আপাতত এই আবহাওয়ায় কালো জোব্বা পরতে হবে না। কারণ এই গরমে গলা বন্ধ সাদা কলার, টাই, লম্বা হাতা সাদা পোশাক আর তার উপর পা পর্যন্ত ঢাকা কালো জোব্বা পরেই এজলাস থেকে এজলাসে ছুটে চলেছেন আইনজীবীরা। পর পর মামলা, সঙ্গে ফাইলের বোঝা। সব মিলিয়ে হাঁসফাঁস দশা। আইনজীবীদের এই যন্ত্রণা বুঝেই অবশেষে তাঁদের পোশাকের ভার লাঘব করার সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট।আদালতে সাধারণত নির্দিষ্ট পোশাকবিধি মেনেই পোশাক পরতে হয় আইনজীবীদের। তার মধ্যে অন্যতম ওই সিল্ক বা মোটা কাপড়ের কালো জোব্বা। আদালত চত্বরে যাও বা অনেকে জোব্বা খুলে হাতে রাখেন, এজলাসে গেলে তা না পরে উপায় নেই। কিন্তু গরমে ওই পোশাক বার বার খোলা-পরার যেমন অনুপযোগী, তেমনই অস্বস্তিকর গরমের মধ্যে ওই জোব্বা পরে এজলাস থেকে এজলাসে ছুটে বেড়ানো।
আদালতকে এই অস্বস্তির কথা জানিয়ে দরবার করেছিলেন বহু আইনজীবী। অবশেষে সেই আবেদন মঞ্জুর হয়েছে। শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার থেকেই কলকাতা হাই কোর্টের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আইনজীবীদের স্বস্তির খবর।
বিবৃতিতে বলা হয়েছে যে , রাজ্যের আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত আইনজীবীদের কালো জোব্বা পরা থেকে ছাড় দেওয়ার। এবং এই নির্দেশ কার্যকর থাকবে আগামী জুন মাসে আদালতের গ্রীষ্মাবকাশ শেষ হওয়া পর্যন্ত।
উল্লেখ্য, গ্রীষ্মাবকাশ চললেও আদালতে কিছু মামলার বিচার চলবে। সেই মামলার বিচার হবে বিশেষ অবকাশকালীন বেঞ্চে। যাইহোক শেষ মেষ ঐ গরমে কালো পোশাক হাত থেকে নিস্তার পেয়েছেন আইনজিবিরা ।