বর্ষা উত্তরে ঢুকলেও দক্ষিণে কেন তার দেখা নেই ?
ইতিমধ্যেই বর্ষা উত্তরে ঢুকে গেছে , মুষলধারে বৃষ্টিপাত ও বজ্রপাত ও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । আগামী ৫ দিন অতি মাত্রায় পাহাড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলীপুর আবহওয়া দপ্তর । কিন্তু পহরে যখন বৃষ্টির ঘনঘটা তখন দক্ষিণবঙ্গে দেখা নেই কেন বৃষ্টির ? প্রাক বর্ষার দু চার ফোটা বৃষ্টি তেই মন ভরতে হচ্ছে দক্ষিণের বাসিন্দাদের । … Read more