হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগাল প্রয়াত‌! ম্যাগি স্মিথের বয়স হয়েছিল ৮৯ বছর

‘হ্যারি পটার’-এর অনুরাগীদের জন্য দুঃসংবাদ। প্রয়াত হলেন ‘হ্যারি পটার’-এর প্রফেসর ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ তথা ডেম ম্যাগি স্মিথ। শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। ম্যাগির পুত্র ক্রিস লারকিন ও টবি স্টিফেনস অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। পরিবারের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে লেখা হয়েছে, “তিনি দুই ছেলে ও পাঁচ নাতি—নাতনিকে রেখে প্রয়াত হয়েছেন। ম্যাগির মতো অসাধারণ মা ও দিদাকে হারিয়ে ভেঙে পড়েছেন দুই ছেলে ও নাতি-নাতনিরা।”ম্যাগির পুত্র ক্রিস লারকিন ও টবি স্টিফেনস তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। জানা যায়, শেষ সময়ে কাছের মানুষদের সান্নিধ্যেই ছিলেন অভিনেত্রী। ক্রিস এবং টবি হাসপাতালের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন, যাঁরা ম্যাগির সর্বোত্তম যত্ন নিয়েছিলেন।

ব্রিটিশ অভিনেত্রীর আসল নাম মার্গারেট নাটালি স্মিথ। ২৮ ডিসেম্বর, ১৯৩৪ সালে এসেক্স, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৭ সালে রবার্ট স্টিফেনসকে বিয়ে করেন। কিন্তু, ১৯৭৫ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর তিনি অ্যালান বেভারলি ক্রসের সঙ্গে ১৯৭৫ সালে আবারও বিয়ে করেন। ক্রস ১৯৯৮ সালে মারা যান।১৯৫০ সালে মঞ্চে প্রথম অভিনয় জীবন শুরু। এরপর নানা ঘরানার অভিনয়ে বাকরুদ্ধ করেছেন ভক্তদের। এমি থেকে অস্কার, অভিনেত্রীর প্রাপ্তি পরিপূর্ণষ ১৯৬৫ সালে লরেন্স অলিভিয়ারের ‘ওথেলো’ এর বিপরীতে ডেসডেমোনা চরিত্রে অভিনয় করার জন্য প্রথম একাডেমি পুরস্কারে মনোনয়ন হয়েছিল। 

শুধু ‘হ্যারি পটার’ই নয়। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অফ মিস জঁ বর্দি’ ছবির জন্য অস্কার জেতেন ম্যাগি। ১৯৭৮ সালে অস্কারজয়ী ছবি ‘ক্যালিফোর্নিয়া সুট’-এরও অংশ ছিলেন তিনি। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য ছবি, ‘দ্য বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল’, ‘কোয়ার্টেট’, ‘ওথেলো’, ‘ট্রাভেলস উইথ মাই আন্ট’, ‘রুম উইথ আ ভিউ’, ‘গোসফোর্ড পার্ক’। টিভি সিরিজ় ‘ডাউনটন অ্যাবি’-তেও অভিনয় করেছিলেন ম্যাগি।


বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকাচ্ছন্ন চলচ্চিত্র জগৎ। মন খারাপ পটারপ্রেমীদের। অনেকেই সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন। ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছিলেন ‘হ্যারি পটার’ সিরিজ়ের আর এক বর্ষীয়ান অভিনেতা, ‘হগওয়ার্টস’-এর প্রধান শিক্ষক ‘ডাম্বলডোর’ অর্থাৎ মাইকেল গ্যাম্বন। ২০২২ সালে প্রয়াত হন প্রফেসর ‘হ্যাগরিড’-এর চরিত্রাভিনেতা রবি কোলট্রেন। একের পরে এক অভিভাবক হারিয়ে চলেছে ‘হ্যারি পটার’।

জেকে রাউলিং সৃষ্ট হ্যারি পটার চরিত্রটির অভিযান নিয়ে একাধিক উপন্যাস প্রকাশিত হয়েছে। সেই কাহিনি অবলম্বনেই হলিউডে তৈরি হয়েছে একাধিক ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসরার্স স্টোন’। সিরিজ়ের শেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ়’ মুক্তি পায় ২০১১ সালে। দু’বার অস্কার , চারবার এমি এবং টনির ট্রেবল জয়কারী অভিনেতা অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। ম্যাগি তাঁর এই দীর্ঘ ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৫০-এর দশকে, মঞ্চে থেকে।

অন্যান্য সমালোচকদের দ্বারা প্রশংসিত যে সমস্ত চরিত্রগুলি তাঁর ঝুলিতে রয়েছে সেগুলি হল, ‘লেডি ব্র্যাকনেল ইন ওয়াইল্ড’ -এর তাঁর চরিত্র। এডওয়ার্ড অ্যালবির নাটকে বার্ধক্যের সঙ্গে লড়াই করা ৯২ বছর বয়সী মহিলার চরিত্র এবং ২০০১ সালের ডার্ক কমেডি ছবি ‘গসফোর্ড পার্ক’-এ তাঁর চরিত্র।

১৯৯০ সালে ম্যাগি রানি এলিজাবেথের থেকে নাইট উপাধিতে ভূষিত হন এবং ডেম হন। তিনি ভেনেসা রেডগ্রেভ এবং জুডি ডেঞ্চ সহ সেই প্রজন্মের শীর্ষস্থানীয় ব্রিটিশ মহিলা অভিনেত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিলেন।






Leave a comment