ইতিমধ্যেই সোশাল মিডিয়া জুড়ে এখন একটাই টপিক ট্রেন্ড করছে সেটা হল মেলোডি জুটি । নরেন্দ্র মোদী সঙ্গে সেল্ফি তুলে সোশাল মিডিয়া পোস্ট করেন ইতালির প্রধানমন্ত্রী মেলনী । দুবাইতে COP28 জলবায়ু সম্মেলন ফাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সেল্ফি তুলে তাকে ‘ভাল বন্ধু’ হিসাবে আখ্যায়িত করেন। এর সঙ্গে তিনি লিখেছেন #Melody। নেটিজেনরা বলেছেন , এ অনেকটা বিরুস্কা (বিরাট-অনুষ্কা ), রনালিয়া (রণবীর-আলিয়া ), রনদীপ (রণবীর দীপিকা )-র মতই মেলোডি ।
এর আগে G20 সম্মেলন দিল্লিতে এসে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেছিলেন মেলনী । জর্জিয়া মেলনী তার প্রথম ভারত সফর আসে বলেছিলেন , “নরেন্দ্র মোদী একজন বড়ো মাপের নেতা বলে প্রমাণিত । এবং এর জন্যে তাকে শুভেচ্ছা জানাচ্ছি । ” সেই শুভেচ্ছা পেয়ে খুশি হন নরেন্দ্র মোদী ও । তিনি বলেছিলেন, “ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রথম ভারত সফরের জন্য অভিনন্দন জানাচ্ছি। গত বছর নির্বাচনে ইটালির জনগণ তাঁকে ভোট দিয়েছেন এবং তিনিই ইটালির প্রথম মহিলা ও কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য ভারতীয়দের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছি।”তিনি বলেছিলেন, “ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে, প্রথম ভারত সফরের জন্য অভিনন্দন জানাচ্ছি। গত বছর নির্বাচনে ইটালির জনগণ তাঁকে ভোট দিয়েছেন এবং তিনিই ইটালির প্রথম মহিলা ও কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। ঐতিহাসিক কৃতিত্বের জন্য ভারতীয়দের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছি।”ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দিল্লিতে আসার পরই রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। ‘ট্রাই-সার্ভিসের গার্ড অফ অনার’ দেওয়া হয়েছিল মেলোনিকে।
ভারতে এসে সম্মেলনে যোগদানের পর নৈশভোজে মেলোনিকে দেখা গিয়েছিল একেবারে অন্য সাজে! অতিথি আপ্যায়ণ পর্বে মোদিজিকে তাঁর সঙ্গে একটু বেশিই সময় কাটাতে দেখা গিয়েছিল। বোঝা গিয়েছিল, উভয়ের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব। দুবাইয়ের জলবায়ু সম্মেলনে তা আরও একবার টের পাওয়া গেল। আর এই ‘মেলোডি’তে মুগ্ধ নেটদুনিয়াও। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হাসিমুখে সেলফি তুললেন মেলোনি। মোদির মুখেও চওড়া হাসি। আর সেই ছবি নিজের X অ্যাকাউন্টে পোস্ট করেন ইটালির প্রধানমন্ত্রী মেলনি। সঙ্গে ক্যাপশন – “Good friends at COP28 #Melodi”। আর এই শেষ কথাটি নিয়েই যত আলোচনা শুরু। মেলোডির আক্ষরিক অর্থ খোঁজার চেয়েও নেটিজেনরা ব্যস্ত নতুন নাম নিয়ে। বলা হচ্ছে, মেলোনি নাম থেকে ‘মেলো’ এবং মোদি থেকে ‘ডি’ শব্দটি নিয়েই ইটালির প্রধানমন্ত্রীর এই নামকরণ। এখন নেট দুনিয়া মজে মেলনি তে ।