অনন্ত অম্বানী আর রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ উদ্যাপন নিয়ে এখন গোটা দেশ তোলপাড়। তাদের বিয়ের অনুষ্ঠান ১ মার্চ জামনগরে শুরু হয়েছিল এবং,বিয়ের আগের এই উদ্যাপনে আমন্ত্রিত ছিলেন সব দেশ-বিদেশের গণ্যমান্য ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি এবং অবশ্যই গোটা বলিউড। অম্বানীদের বাড়ির অনুষ্ঠানে বলিউডের উপস্থিতি স্বাভাবিক বিষয়, এ বারও তার ব্যতিক্রম হয়নি। প্রতি বারের মতো এবার ও বলিউড তারকারা শুধু এলেন তাই নয়, গানের তালে কোমরও দোলালেন। এই অনুষ্ঠানে দেখা গেল তিন মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। শরীরের এমন অবস্থায় তাঁকেও নাচতে দেখা গিয়েছে,পাশে অবশ্য ছিলেন স্বামী রণবীর সিংহ। এই অনুষ্ঠান অন্যতম আকর্ষণ ছিল বলিউডের তিন খানের একসঙ্গে নাচ। শাহরুখ, সলমন, আমির একসঙ্গে নাচলেন। শাহরুখের মুখে শোনা গেল জয় শ্রীরাম ধ্বনিও।বলিউডের পাশাপাশি অম্বানীরা নাচে-গানে-রসিকতায় মঞ্চ মাতিয়েছেন। এই রাজকীয় উৎসব যাঁদেরকে কেন্দ্র করে সেই হবু বর-কনে অনন্ত-রাধিকাও হাতে হাত ধরে নাচ করেছেন। মঞ্চে রাধিকা-অনন্ত ‘কোই মিল গয়া’ গানে নাচলেন। তাঁদের পিছনেও অনেকে নাচলেন। আর সেই অনেকের ভিড়ে পিছনের সারিতে দেখা গেল সলমন খানকেও। তিনিও রাধিকা-অনন্তকে যোগ্য সঙ্গত দিলেন। তবে গোটা মঞ্চে অনন্ত-রাধিকা যে ভাবে জুড়ে থাকলেন তাতে আলাদা করে সলমনকে চোখে পড়ার কথা নয়। তিনি বলিউডের ‘ভাইজান’, তাই তাঁকে পিছনের সারিতে নাচতে দেখে অনুরাগীরা ক্ষুব্ধ। সলমন কেন অনন্ত-রাধিকার পিছনে নাচতে রাজি হলেন উঠেছে সেই প্রশ্নও। উত্তর অবশ্য দিতে পারবেন সলমনই।
বলিউড পাড়ার বচ্চন পরিবার থেকে তিন খান, কপূরদের প্রায় গোটা পরিবার, অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত , কে যায়নি নীতা অম্বানী-মুকেশ অম্বানীর ছেলের জীবনের বিশেষ দিনের সাক্ষী হতে! কিন্তু এত তারকাদের ভিড়েও অনুপস্থিত বলিউডের একটা অংশ। হৃতিক রোশন, অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়াদের দেখা নেই কেন ?
অম্বানীদের অনুষ্ঠানে যেতে পারেননি হৃতিক রোশন তিনি বলেছেন শারীরিক অসুস্থতার কারণেই নাকি দেখা মেলেনি তাঁর। কিছু দিন আগেই ক্রাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন অভিনেতা। অনুষ্ঠানে আসতে পারেননি প্রিয়ঙ্কা চোপড়াও। যদিও অম্বানী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তাঁরও। গত বছর নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের উদ্বোধনের দিন স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে আসেন অভিনেত্রী। তবে হাজির হন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া। দেখা মেলেনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যাননেরও তিনি ওই সময় বন্ধুবান্ধব নিয়ে গুলমার্গ ঘুরতে গিয়েছিলেন। দেখা মেলেনি বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মারও। সদ্য লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। দম্পতি এখনও ইংল্যান্ডেই রয়েছেন। সেই কারণে এ বারটা অম্বানীদের অনুষ্ঠান মিস্ গেল তাঁদেরও।
তিন দিন ব্যাপী এই মহোৎসব কাটিয়ে মুম্বই ফিরেছেন বলিউডের খান, কপূর ও কুমাররা। তবে ব্যাতিক্রমী অভিনেত্রী শ্রদ্ধা কপূর। মাত্র এক দিন থেকেই জামনগর থেকে চলে আসেন তিনি। শ্রদ্ধা জামনগর পৌঁছন ২ মার্চ। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর চর্চিত প্রেমিক রাহুল মোদীও । ককটেল পার্টির দিনই উপস্থিত ছিলেন সেখানে। শ্রদ্ধা ৩ মার্চ সকাল হতেই ব্যাগ গুছিয়ে ফিরে আসেন মুম্বইতে। এই দেখে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু কেন এত তাড়াতাড়ি ফিরে এলেন শ্রদ্ধা। তবে আসল কারণ হল ৩ মার্চ ছিল শ্রদ্ধার জন্মদিন। ৩৭-এ পা দিলেন অভিনেত্রী। সেই উপলক্ষে তাঁর অনুরাগীরা তার জন্যে একটা অনুষ্ঠানের আয়োজন করেন মুম্বইতে। জন্মদিনে অনুরাগীদের সঙ্গে সময় কাটাবেন বলেই ফিরে আসেন তড়িঘড়ি। মুম্বই ফিরে জনা ৩০ জন অনুরাগীর সঙ্গে কেকে কাটেন, এবং মধ্যাহ্নভোজন সারেন শ্রদ্ধা কাপুর।
অপর দিকে অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্যাপনে নাচের তালে কোমর দোলাতে কত টাকা নিয়েছেন শাহরুখ জানেন কি ? সূত্রের খবর, শাহরুখ প্রায় ২-৩ কোটি টাকা নিয়েছেন অম্বানীদের থেকে। আলিয়া ভট্ট পেয়েছেন প্রায় ১.৫ কোটি টাকা। খবর তেমনই।এমনিতে অভিজাত বিয়ের অনুষ্ঠানে তারকারা পারফরম্যান্স করেই থাকেন। এর আগ শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি। ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন। অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠানে এক সূত্রে বাঁধা পড়ল হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ। এক দিকে যেমন জাহ্নবী কপূরের ‘ধড়ক’ ছবির ‘জ়িংগাত’ গানে নাচলেন রিহানা, তেমনই রাজমৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমিরেরা। তিন জনের পরনেই ছিল আফগানি কুর্তা-পাজামা, গলায় রুপোলি উত্তরীয়। শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’, সলমনের ‘জিনে কি হ্যায় চার দিন’ আর আমিরের ‘মস্তি কি পাঠশালা’ গানের স্টেপেও মঞ্চ মাতান ত্রয়ী। তিন জনের নাচের এই ভিডিয়ো এখন ভাইরাল সমাজমাধ্যমে । সব মিলিয়ে অম্বানি ছোট ছেলের বিয়ে এত তাই জাকজমক পূর্ণ ছিল যে গোটা দেশ তার প্রশংসায় পঞ্চমুখ ।