১০ বছরের পুরনো আধার কার্ড আপনার তাহলে অবশ্যই করাতে হবে আপডেট

আধারকার্ড যদি আপনার দশ বছর পুরোনো হয় তাহলে আপনাকে অবশ্যই করাতে হবে আপডেট। বর্তমানে সব চেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। বিভিন্ন সরকারী প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করতে আধার কার্ড অবশ্যই লাগবে । আপনার আধার কার্ড যদি 10 বছরের পুরনো হয়ে গিয়ে থাকে তাহলে পুনরায় আপনাকে আপডেট করে নেওয়ার পরামর্শ দিচ্ছে UIDAI , এই সংস্থা তরফ থেকে টুইট করে জানানো হয়েছে অনলাইনে আধার কার্ডের নাম জন্মের তারিখ ঠিকানা ইত্যাদি বিষয়গুলি আপডেট পরিষেবা ব্যবহার করে পরিবর্তন করতে পারবেন। My Adhar পোর্টালে গিয়ে নিখরচায় আধারে তথ্য আপডেট করতে পারবেন সবাই । তবে কেবলমাত্র ৩ মাসের জন্যই এই বিনামূল্যে পরিষেবা উপলব্ধ আছে। ২০২৩ সালের ১৫ই মার্চ থেকে ১৪ই জুন পর্যন্ত এই পরিষেবা চালু আছে। তবে কেবলমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই মিলবে এই সুবিধা। আধার কেন্দ্রে গিয়ে আপডেট করতে হলে ৫০ টাকা খরচ করতে হবে নাগরিকদের।

• প্রথমে My Adhar ওয়েবসাইটের যান ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন :- https://myadhar.uidai.gov.in

• ওয়েবসাইটের হোম পেজে My Adhar অপশন সিলেক্ট করুন

•এবার আপনারা আপডেট ইওর আধার বিভাগে update address in your Aadhar option click করুন

• এবার একটি লগইন পেজ খুলে যাবে এখানে নিজের আধার নম্বর দিয়ে ক্যাপচা ভেরিফাই করুন

•আধারের সঙ্গে লিংক থাকা মোবাইল নম্বরের একটি ওটিপি আসবে তারপরে এই ওটিপিটি দিয়ে দিন

•এখানে Aadhar data field (s) to update এর অধীনে address সিলেক্ট করুন

• এখানে নতুন ঠিকানা প্রমাণপত্র আপলোড করে process to update Aadhar select করুন

• যেকোনো বদলের প্রিভিউ এখানে আপনারা দেখতে পাবেন স্থানীয় ভাষার সঙ্গে ইংরেজিতে সব তথ্য টাইপ করে সাবমিট সিলেক্ট করুন

• এই কাজ শেষ হবার পরে পেমেন্ট পোর্টালে পৌঁছে যাবেন 50 টাকা দিতে হবে। ইউপিআই নেট ব্যাঙ্কিং এর মধ্যে আপনারা পেমেন্ট করতে পারবেন

• পেমেন্ট সফল হলে আপনার কাছে আপডেটেড রিকোয়েস্ট নম্বর ( URN) আসবে।

• পরে আপডেটেড স্ট্যাটাস দেখার জন্য( URN)ব্যবহার করা যাবে পেমেন্টের একনলেজমেন্ট কপি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে রাখতে পারেন।

এই প্রসেস গুলি সম্পূর্ণ করার পর আপনাদের ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হবে এবং তারপরে আপনারা আধার কার্ডটি বের করে নিতে পারেন।

উল্লেখ্য বিষয় হলো আপনার আধারে পুরনো যে নাম্বার ছিল সেটি বর্তমানে থাকবে শুধু বদল ঘটবে আপনি যা বদলাতে চান সেটি লিঙ্গ জন্মের নাম তারিখ ইত্যাদি।

Leave a comment