মানুষের মতো ভালোবাসা সঙ্গিনীকেও উপহার দেয় ডলফিন ও
মানুষ কি শুধু ভালোবেসে সঙ্গিনীকে উপহার দেয়? না তা নয়। সমুদ্রের গভীরে বাসিন্দা ডলফিন এর মধ্যেও এই রেওয়াজ চালু রয়েছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ইউ ডব্লিউ এ) বিজ্ঞানীরা। এই বিজ্ঞানীর দল উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে প্রায় এক দশক ধরে গবেষণা চালিয়ে যান। প্রেমিকাকে নেচে-গেয়ে খুশি করার পাশাপাশি উপহার দিতে ভালোবাসে পুরুষ ডলফিনরা । তাদের সবচেয়ে পছন্দের উপহার সামুদ্রিক স্পঞ্জ। সমুদ্রের ঢেউ কখনো শূন্যে লাফিয়ে ওঠা কখনো এক ডুবে জলকেলি। নাচের সঙ্গে চলে শিস দিয়ে গান ও সমুদ্রবিজ্ঞান থেকে পর্যটক এ দৃশ্যের সাক্ষী হয়েছে অনেকেই তবে তারা যে উপহার দিয়ে থাকে প্রেমিকাকে সেটা তাদের এতদিন জানা যায়নি একটি প্রাপ্তবয়স্ক অস্ট্রেলিয় ‘হ্যাম্প ব্যাক’ পুরুষ ডলফিন কে নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে ব্যাপারটা ধরা পড়েছে গবেষকদের ক্যামেরায়। প্রথমে একটি ডলফিন পরিবারকে নিয়ে তথ্যচিত্র বানানো শুরু হয়। বাবা-মা ও তাদের শাবক এর কার্যকলাপ খুঁটিয়ে দেখা হয়। তাতে দেখা যায় এক ডুবে পুরুষ ডলফিনটি সমুদ্রের গভীরে চলে যায় তারপর সমুদ্রতল থেকে একটি স্পঞ্জ উপরে নিয়ে সাঁতারে যায় সঙ্গিনীর কাছে।
গবেষকদের বিশ্বাস ডলফিন এভাবেই হয়তো পুরুষেরা খুশি করে জ্ঞানীদের এভাবে উপহার দেওয়ার মধ্যে রয়েছে সম্ভবত পুরুষ শক্তি প্রদর্শন ও ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক সিমন এলেন জানিয়েছেন ডলফিন পরিবার পর্যবেক্ষণের কাজ তাদের খুব ধৈর্যের সঙ্গে করতে হয়েছে কারণ ডলফিনরা এত বুদ্ধিমান তাতে মনে হয় ওরা যেন প্রতিনিয়ত টের পাচ্ছে ওদের ব্যক্তিগত জীবন জেনে নেওয়া হচ্ছে।