আজ ২৩ সে শ্রাবণ বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয় । ৮০ বছর বয়েসে প্রয়াত বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী । আগেই তিনি চিকিৎসা শাস্ত্রে উন্নতি জন্যে দেহদনের অঙ্গীকার করেছিলেন । সেই মতো চিকিৎসকরা এসেছেন। তাঁর চক্ষুদানের প্রক্রিয়া শেষ হয়েছে বলে খবর। মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তিনি। সেই মতো চিকিৎসকরা তাঁর কর্নিয়া নিয়ে রওনা দিয়েছেন।শুধু তাই নয়, জননেতার শেষ ইচ্ছাকে স্বীকৃতি দেবেন বাম নেতৃত্ব। শুক্রবার এনআরএসে তাঁর দেহ দান করা হবে। সেই দেহ নিয়ে গবেষণা করবেন চিকিৎসা শাস্ত্রের ছাত্রছাত্রীরা।
বাংলার উন্নতির জন্য বরাবর চেষ্টা করে গিয়েছেন তিনি। তবে শেষ জীবনে খুবই অসুস্থ ছিলেন তিনি। তবু বাংলার রাজনীতির খোঁজ রাখতেন তিনি সর্বদা । জীবন শেষেও তাঁর দেহ কাজে লাগবে চিকিৎসা বিজ্ঞানের কাজে। সত্যিই, নজির তৈরি করলেন বুদ্ধদেব বাবু ।